Site icon Jamuna Television

বাংলাদেশের জয় উদযাপন ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে ঝগড়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডট এইউ’র ছবি।

বাংলাদেশের সিরিজ জয় উদযাপনের ভিডিও নিয়ে ঝগড়া বেধে গিয়েছিল অস্ট্রেলিয়া দলে। তৃতীয় টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশের উদযাপনের মুহূর্তগুলো নিয়ে একটি কম্পাইল ভিডিও প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট। আর এতেই ওয়েবসাইটে নিযুক্ত দুই কর্মীর উপর ক্ষোভ ঝেড়েছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যানেজার গ্যাভিন ডোভি। অবশ্য নিজেদের সিদ্ধান্তে এখনো অটল আছেন ঐ দুই কর্মী। ওয়েবসাইট থেকে সরানো হয়নি ভিডিওটি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডট এইউ’র হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন দুই কর্মী। তাদের কাজ ছিল বাংলাদেশ ও অস্ট্রেলীয় ক্রিকেট দলের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও তাদের ওয়েবসাইট ও টুইটারে পোস্ট করা।

তৃতীয় ম্যাচ শেষে টিম হোটেলে ঘটে ঘটনাটি। প্রথমে ম্যানেজার ডোভি এরপর কোচ ল্যাংগার সেই কর্মীদের কাছে বলেন প্রতিপক্ষের উৎসবের ভিডিও ওয়েবসাইটে প্রকাশ করা তাদের উচিত হয়নি ।

তবে ঐ দুই কর্মীই নিজেদের যুক্তিতে অটল ছিলেন। ল্যাঙ্গার আর ডোভিকে বোঝানোর চেষ্টা করেন ব্যাপারটা। একপর্যায়ে আলোচনা রীতিমতো ঝগড়ায় পরিণত হয়। টিম হোটেলে অনেকের সামনেই ঘটা ঘটনাটিতে অস্ট্রেলীয় ক্রিকেটাররাও বিব্রত বোধ করছিলেন ।

Exit mobile version