Site icon Jamuna Television

অর্ধেক নয়, ১৯ আগস্ট থেকে শতভাগ গণপরিবহন চলবে

যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১৯ আগস্ট থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ-পথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়াও, সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে বলা হয়। কোনো প্রতিষ্ঠান যদি স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা করে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সর্বশেষ যে বিধিনিষেধ আরোপ করেছিলো সেটি শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সে প্রজ্ঞাপন অনুযায়ী ১১ আগস্ট থেকে কিছু শর্ত মেনে অর্ধেক সংখ্যক গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলেছে শপিংমল সহ অন্যান্য দোকানপাটও।

Exit mobile version