Site icon Jamuna Television

আজ শেষ হচ্ছে গণটিকার প্রথম ক্যাম্পেইন

আজ শেষ হচ্ছে গণটিকার প্রথম ক্যাম্পেইন

ছবি: সংগৃহীত

আজ শেষ হচ্ছে গণটিকার প্রথম ক্যাম্পেইন। নানা অব্যবস্থাপনা, অনিশ্চয়তা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে এই কার্যক্রম।

টিকা কার্যক্রমে মাধ্যমে গতকাল বিকেল ৫টা পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন।

এদিকে যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছে তারা দ্বিতীয় ডোজ টিকা পাবেন কিনা সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকেই শেষ হচ্ছে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান। মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৩ জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ হাজার ৮ জন। দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ৩৫ হাজার ৩৫ জন।

আজ থেকে নিবন্ধন ধরে টিকাদানে যোগ হয়েছে সিনোর্ফামের ভ্যাকসিন। গতকাল রাতে চীন থেকে দেশে এসেছে সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ।

এনএনআর/

Exit mobile version