Site icon Jamuna Television

করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনা পরিস্থিতির অবনতি হলে সরকার আবারও বিধিনিষেধ দিতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নেই। সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। পরিস্থিতির খুব অবনতি হলে সরকার আবারও বিধিনিষেধ দিতে পারে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, আগেই বলা হয়েছিল ধাপে ধাপে সব খোলা হবে। সে অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। সংক্রমণ যেন না বাড়ে সেজন্য স্বাস্থ্যবিধির উপর বেশি গুরুত্ব দিচ্ছি। অবশ্যই মাস্ক পড়ে সবাই কাজ করবে। সংক্রামক আইন অনুযায়ী কেউ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পর্যটনকেন্দ্র, রিসোর্টে ৫০ ভাগ খোলা রেখে চালুর শর্ত মানা হচ্ছে কিনা তা নিশ্চিতে মোবাইল কোর্ট থাকবে বলেও জানান তিনি।

/এস এন

Exit mobile version