Site icon Jamuna Television

ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের পর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গাইবান্ধায়।

রবিবার (৪ মার্চ) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মাকের্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে গাইবান্ধার প্রগতিশীল সংগঠনগুলো। এসময় প্রগতিশীল সংগঠনের নেতারা ছাড়াও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অধ্যাপক জহুরুল কাউয়ুম, রিক্তু প্রসাদ ও রিজন চৌধুরী প্রমূখ। বক্তরা বলেন, ড. জাফর ইকবালের উপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা মুক্তচিন্তার কণ্ঠ রোধ করতে চেয়েছে। অবিলম্বে হামলাকারী প্রত্যেককে চিহ্নিত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হউক।

Exit mobile version