Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনার প্রক্রিয়া চলমান: আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। এই প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সাংবাদিকের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা ও তাদের মুখোশ উন্মোচনে কমিশন গঠন করা হবে।

তবে করোনা পরিস্থিতির কারণে এই প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার অগ্রগতি এখনই প্রকাশ করা যাবে না।

Exit mobile version