Site icon Jamuna Television

ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার ঘটনায় হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে জালালাবাদ থানায় মামলা করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই মামলা করেন।

বিকেলে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। তিনি আরও জানান,  কাল সকাল ১১টা থেকে ১ পর্যন্ত কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী ফয়জুরের চাচা আবুল কাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‍্যাব। সকালে ফয়জুরের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই থেকে তাকে আটক করা হয়।

এর আগে গতরাতে আটক করা হয় হামলাকারীর মামা ফজলুল হককে।

Exit mobile version