Site icon Jamuna Television

বর্ষায় আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেবে ভারত

আসছে বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ ও বিড়ম্বনা থেকে রক্ষায় বাংলাদেশে আশ্রিত ১০ লাখ রোহিঙ্গাদের সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত ভারত সরকার।

দুপুরে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাথে সচিবালয়ে দেখা করে এ বিষয়ে আগ্রহের কথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এ তথ্য দেন।

বৈঠকে বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের জন্য শুকনা খাবার, বিকল্প জ্বালানিসহ বিভিন্ন ধরণের ত্রাণ চাওয়া হয় হাইকমিশনারের কাছে। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারত সরকারের আরো বেশি জোরালো ভূমিকা রাখার আহবান জানানো হয়।

Exit mobile version