Site icon Jamuna Television

ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট অভিযান

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের উৎক্ষেপিত স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে এমন খবর।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপে রকেটের সবকিছু ঠিকঠাক থাকলেও তৃতীয় ধাপে পৌঁছানোর পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে শেষ পর্যন্ত ইওএস-০৩ নামের ওই স্যাটেলাইটটিকে কক্ষপথে বসানো যায়নি।

পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার জন্য উৎক্ষেপন করা হয়েছিল ওই স্যাটেলাইটটিকে। এ বছরে পাঠানো ভারতের দ্বিতীয় স্যাটেলাইট ছিল এটি।

Exit mobile version