Site icon Jamuna Television

ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে এবার ভুটানের পরে বাংলাদেশ

ফিফা ডটকমে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৮ তম অবস্থানে নেমেছে বাংলাদেশ। ছবি: ফিফা ডটকম

ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারও পেছালো বাংলাদেশ। এবার ৪ ধাপ পিছিয়ে ভুটানের পর অবস্থান বাংলাদেশের।

কোপা আমেরিকা, ইউরো চ্যাম্পিয়নশিপ সব কিছু মিলিয়ে তিন মাস পর র‍্যাঙ্কিং আপডেট করেছে ফিফা। এখানে তাই এগিয়ে আছে কোপা ও ইউরো চ্যম্পিয়নরা। তবে বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করতে না পারায় ১৮৮ তম অবস্থানে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯০৯ পয়েন্টে। আগে বাংলাদেশের রেটিং ছিল ৯১৭ পয়েন্ট।

এদিকে ভুটান আছে র‍্যাঙ্কিংয়ের ১৮৭ তম অবস্থানে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ৯১১। তবে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে আছে নেইমারের ব্রাজিল। ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী ইতালি আছে র‍্যাঙ্কিংয়ের ৫ম স্থানে এবং কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনা আছে ৬ নাম্বারে।

Exit mobile version