Site icon Jamuna Television

টিকাটুলী থেকে আনসার আল ইসলাম কমান্ডার গ্রেফতার

রাজধানীর টিকাটুলী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার কমান্ডার সাদমান রাহিক ওরফে জাবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।

ভোরে এক বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

র‍্যাব-১১’র কর্মকর্তারা জানান, সাদমান রাহিকের বাড়ি চুয়াডাঙ্গায়। সে ২০১৪ সাল থেকে আনসার আল ইসলামের সামরিক শাখার কমান্ডারের দায়িত্বে আছে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় নাশকতা ও জঙ্গি তৎপরতার অভিযোগে মামলা রয়েছে।

Exit mobile version