Site icon Jamuna Television

সৌদিতে বসবাসরত বিদেশিদের ওমরাহ ফি দিতে হবে না

পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে বসবাসরত বিদেশিদেরকে কোনো ফি দিতে হয় না। তবে গত সপ্তাহে দেশটির সামাজিক মাধ্যমে একটি খবর ভাইরাল হয়; যাতে দাবি করা হয়েছিল প্রবাসীদেরকে এখন থেকে ফি দিয়ে ওমরাহ পালন করতে হবে।

তবে রোববার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ ওজ্জান জানিয়েছেন, খবরটি সত্য নয়। দেশটির দৈনিক সংবাদমাধ্যম ‘ওকাজ’কে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে এটা ছড়িয়েছিল। তবে সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই।’

গত বছরের আগস্ট মাসে জারি করা নতুন নিয়ম অনুযায়ী, সৌদি ভ্রমণে যাওয়া বিদেশিদেরকে প্রায় ৪৫ হাজার টাকা পরিশোধ করে ওমরাহ পালন করতে হয়। তবে সে দেশে অবস্থান করা বিদেশিদেরকে কোনো ফি দিতে হয় না। ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে এক কোটির বেশি প্রবাসী নানা খাতে কাজ করে থাকেন।

Exit mobile version