Site icon Jamuna Television

লর্ডসেও বৃষ্টির বাগড়া, দুর্দান্ত শুরু ভারতের

প্রথমদিনের ৯০ ওভার খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলেছে সফরকারীরা। ছবি: সংগৃহীত

ভারতের পিছুই ছাড়ছে না বৃষ্টি। সেই সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ভারতের ম্যাচে বাগড়া দিয়ে আসছে বৃষ্টি। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যাম টেস্টের শেষদিনের খেলাও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এবার লর্ডস টেস্টের প্রথম দিনের শুরুতেই আবারও আঘাত হানে বেরসিক বৃষ্টি। ফলে দেরীতে টস এবং খেলাও দেরীতে শুরু হয়। লাঞ্চের আগেও বৃষ্টির জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রথম দিন পুরো ৯০ ওভারই খেলা হয়েছে।

বৃষ্টির বাধা কাটিয়ে দ্বিতীয় টেস্টে দারুণ সূচনা করেছে ভারত। প্রথমদিনের ৯০ ওভার খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলেছে সফরকারীরা। অপরাজিত ১২৭ রান নিয়ে ক্রিজে আছেন লোকেশ রাহুল। তাকে সঙ্গ দিচ্ছেন আজিঙ্কা রাহানে।

এর আগে আশা জাগিয়েও সেঞ্চুরি বঞ্চিত থাকতে হয় রোহিত শর্মাকে। ৮৩ রান করে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান রোহিত। অধিনায়ক বিরাট কোহলি আউট হয়েছেন ৪২ রানে।

অন্যদিকে, ইনজুরির কারণে অনিশ্চিত থাকা জেমস অ্যান্ডারসন শেষ পর্যন্ত খেলছেন। এবং এখন পর্যন্ত দু’টি উইকেট তুলে নিয়েছেন। বাকি একটি উইকেট শিকার করেছেন রবিনসন।

Exit mobile version