Site icon Jamuna Television

অবশেষে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ হকি

বৃহস্পতিবারের লিগ কমিটির সভায় চূড়ান্ত হয়েছে প্রিমিয়ার লিগ হকির রূপরেখা।

প্রিমিয়ার লিগ হকি অবশেষে মাঠে গড়াচ্ছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) লিগ কমিটির সভায় চূড়ান্ত হয়েছে লিগের রূপরেখা। সেই সাথে সিদ্ধান্ত এসেছে দলবদল ও ক্লাব কাপ নিয়ে।

আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলবদল। ক্লাব কাপ শুরু হবে ১২ অক্টোবর। ক্লাব কাপ শেষ হওয়ার ৩ দিন পর শুরু হবে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। লিগ কমিটির আগের সভায় বিদেশি খেলোয়াড় নিয়ে ক্লাবগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিলো। তবে বৃহস্পতিবার (১২ আগস্ট) অনুষ্ঠিত সভায় বিদেশি খেলোয়াড় অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রতিটি ক্লাব ৭ জন বিদেশি খেলোয়াড়ের নিবন্ধন করতে পারবে। আর এক ম্যাচে খেলতে পারবে সর্বোচ্চ ৪ জন।

এছাড়াও বিকেএসপি এবং সার্ভিসেস খেলোয়াড়দের কোটাও নির্ধারিত হয়েছে। একটি ক্লাবে ৫ জন সার্ভিসেস এবং ৪ জন বিকেএসপির খেলোয়াড় থাকতে পারবে। প্রধানমন্ত্রীর অনুদানের ১ কোটি টাকা ফেডারেশন সভাপতি বণ্টন প্রক্রিয়া অনুমোদন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে এই সভায়।

Exit mobile version