Site icon Jamuna Television

যুক্তরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৫

যুক্তরাজ্যের প্লাইমাউথে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন ৫ জন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্লাইমাউথে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৫জনের মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয় হামলাকারীও।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা নাগাদ দেশটির কেইহাম এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রতিবেশীদের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশ জানায়, নিহতদের ৩ জন নারী এবং দু’জন পুরুষ। এদের মাঝে ১০ বছরের কমবয়সী শিশুও রয়েছে। এছাড়াও, গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এরইমাঝে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কারো নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এই হামলা চালানোর পেছনে কী কারণ তা এখনো অস্পষ্ট। তবে এরসাথে সন্ত্রাসবাদের যোগসূত্র নেই- প্রাথমিক তদন্ত শেষে এ কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পূর্নাঙ্গ।

Exit mobile version