Site icon Jamuna Television

আজ শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ চার ফুটবল লিগ

শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ চার ফুটবল লিগ।

আজ থেকে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ চার লিগ। মেসি-রোনালদোর বিদায়ে জৌলুস হারানো স্প্যানিশ লিগের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি গেটাফে। ইংলিশ লিগে আর্সেনাল লড়বে নবাগত বেন্ট্রফোর্ডের বিপক্ষে। বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ।

ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটির আধিপত্যে ছেদ টানতে প্রস্তুত চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। রেকর্ড ট্রান্সফারে লুকাকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে চেলসি। অন্যদিকে ইনজুরির শঙ্কা দূর হয়েছে লিভারপুল শিবিরে। সানচো ও ভারানেকে দলে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন রেডডেভিলসের।

লিগ শুরুর দ্বিতীয় দিনে থেকে মাঠে নামবে সব জায়ান্টরা। তার আগে লিগ শুরু হচ্ছে আর্সেনাল ও ব্রেন্টফোর্টের লড়াই দিয়ে। সবশেষ লিগে সময়টা ভালো যায়নি আর্সেনালের। এবার দলবদলেও নীরব ভূমিকায় ছিলো গানার শিবির। পুরনো মুখদের নিয়েই নতুন লড়াইয়ে নামবেন কোচ মিকেল আর্তেতা।

বুন্দেসলিগায় প্রথম দিনেই মাঠে নামছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নতুন কোচের অধীনে নতুন মিশনে দলটির প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। লেভানডোভস্কির হ্যাট্রিকে সবশেষ মৌসুমে এই মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলো বায়ার্ন। এবারো জয় দিয়েই আসর শুরু করতে চায় জার্মান চ্যাম্পিয়নরা।

মেসি-রোনালদো বিহীন নতুন যাত্রা স্প্যানিশ লিগে। আর্থিক দুর্দশায় নিমজ্জিত ক্লাবগুলো চমক দিতে পারেনি দলবদলে। যেখানে লিগের প্রথম ম্যাচে গেটাফেকে আতিথ্য দেবে ভ্যালেন্সিয়া। রাত ১টায় শুরু হবে দু’দলের লড়াই।

অন্যদিকে, লিগ ওয়ানের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে নেই পিএসজির ম্যাচ। মেসি,নেইমার,এমবাপ্পে। এই বিশ্বসেরা ত্রয়ীর ম্যাচ দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও একদিন। তবে আজ মাঠে নামবে লরিয়েন্ট ও মোনাকো।

একই দিনে ইউরোপের শীর্ষ সব লিগ শুরু হলেও ব্যতিক্রম সিরি-আয়। সেখানে কোপা ইতালিয়ার লড়াইয়ে নামবে আট দল।

Exit mobile version