Site icon Jamuna Television

শর্তসাপেক্ষে জামিন পেলেন স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট লি জাই ইয়ং

কারাগার থেকে বেরিয়ে আসছেন স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট লি জাই ইয়ং। ছবি: সংগৃহীত

শর্তসাপেক্ষে জামিন পেলেন দক্ষিণ কোরিয়া ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট লি জাই ইয়ং। শুক্রবার (১৩ আগস্ট) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগার থেকে বেরিয়ে লি জাই ইয়ং গণমাধ্যমকর্মীদেরকে জানান, কৃত অপরাধের জন্য অনুতপ্ত তিনি। তবে, জামিন পেলেও এখনই সব অভিযোগ থেকে লি রেহাই পাবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্নীতির অপরাধে ২০১৭ সালে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন লি জাই ইয়ং। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট পার্ক গিউন হাই’র অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন লি। এমনকি পার্কের বান্ধবী চোই সুনের প্রতিষ্ঠানকে অবৈধ অর্থ সহায়তাও করেন স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট। পার্ক প্রশাসনকে ৩ কোটি ৬০ লাখ ডলারেরও বেশি ঘুষ দেয়ারও প্রমাণ মেলে তার বিরুদ্ধে।

Exit mobile version