Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত তুরস্ক, ১১ জনের প্রাণহানি

তুরস্কে প্রবল বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি। ছবি: সংগৃহীত

দাবানলের পর এবার প্রবল বন্যায় বিপর্যস্ত তুরস্ক। বৃহস্পতিবার (১২ আগস্ট) কৃষ্ণসাগরীয় অঞ্চলে আঘাত হানা বন্যায় কমপক্ষে ১১ জন মারা গেছে।

পানির তোড়ে কাস্তামনু ও সিনোপ প্রদেশে ধসে পড়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। সড়ক, ব্রীজ ভেঙে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সম্পদ। বন্যা কবলিত এলাকায় হেলিকপ্টার ও ক্রেন দিয়ে চলছে উদ্ধারকাজ। দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। ঝুঁকিতে রয়েছে এলাকার হাজারো বাসিন্দা। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে তাদের। পুনর্বাসন করা হয়েছে বিভিন্ন ছাত্রাবাসে। পাঠানো হয়েছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। প্রদেশগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এর আগে কয়েক সপ্তাহব্যাপী তীব্র দাবানলে পুড়ে গেছে দেশটির লাখ লাখ একর বনভূমি। ওই দুর্যোগে আট জন প্রাণ হারায়।

Exit mobile version