Site icon Jamuna Television

নাটোরে ৩৭ কেজি গাঁজাসহ আটক ৩

ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের সিংড়ায় একটি কাভার্ড ভ্যান থেকে ৩৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের ডাক বাংলা মোড় এলাকায় চেক পোস্ট বসিয়ে মালামালসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাড়ি চালক গাজীপুর জেলার পশ্চিম বিলাসপুর গ্রামের দুলাল সরকারের ছেলে নাঈম সরকার, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আমিনুল ইসলামের ছেলে লাভলু সরকার ও উলিপুর থানার বামনাছড়া গ্রামের মতিজার রহমানের ছেলে মজনু মিয়া।

নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার ডাক বাংলা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশিকালে বগুড়াগামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানকে থামানোর সিগন্যাল
দিলে চালক কাভার্ড ভ্যানটি থামিয়ে দেয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সেখান থেকে ৩৬ কেজি ৯শ’ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version