Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে বিকল ফিশিং বোট, ১৫ জেলে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পূর্ব জোন।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বাহিনীর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১০ আগস্ট ভোলার চরফ্যাশনের মাইনুদ্দিন ঘাট থেকে তারা মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। হাতিয়ার নতুন চ্যানেল হতে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়। নৌকাটি টানা দুইদিন ভাসতে ভাসতে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল হতে ৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করে।

তিনি আরও বলেন, এ সময় তারা উদ্ধারের আবেদন করলে বৃহস্পতিবার বিকেলে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যায় কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইউএইচ/

Exit mobile version