Site icon Jamuna Television

রেকর্ড ট্রান্সফার ফি’তে আবারও স্ট্যামফোর্ড ব্রিজে লুকাকু

৯৮ মিলিয়ন পাউন্ডে ইন্টার মিলান থেকে চেলসিতে ফিরলেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।

ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ছেড়ে চেলসিতে যোগ দিলেন বেলজিয়ান সুপারস্টার রোমেলো লুকাকু। ৯৮ মিলিয়ন পাউন্ডে চেলসি কিনে নিয়েছে লুকাকুকে। ফলে আবারও পুরোনো ঘর স্ট্যাম্পফোর্ড ব্রিজে ফিরছেন লুকাকু।

ইন্টার মিলানের হয়ে গৎ দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেনে এই বেলজিয়ান স্ট্রাইকার। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান লিগে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেন লুকাকু। তবে আসন্ন নতুন মৌসুমে ইন্টার মিলানের জার্সি গায়ে আর দেখা যাবেনা রোমেলু লুকাকুকে।

বেলজিয়ান এই স্ট্রাইকারের সার্ভিস পেতে ৯৮ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি। এটি লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবটির ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি। পাঁচ বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে চেলসিতে ফিরলেন লুকাকু।

এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত চেলসিতে কাটিয়েছিলেন এই বেলজিয়ান স্ট্রাইকার। এরপর
যথাক্রমে এভারটন, ম্যানইউ এর হয়ে খেলে ২০১৯ সালে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন লুকাকু।

/এসএইচ

Exit mobile version