Site icon Jamuna Television

তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে রফিকুল ইসলাম হৃদয় (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গীবাজার গরুহাটা এলাকায় রেলওয়ে ব্রিজ সংলগ্ন নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রফিকুল ইসলাম হৃদয় কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাস্টার পাড়া গ্রামের মৃত শাহাদাতের ছেলে। সে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া সিরাজ মার্কেট এলাকায় বসবাস করতো।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মরদেহটি নদীর পাড়ে উঠিয়ে সরকারি জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌ-পুলিশকে সাথে নিয়ে মরদেহটি উদ্ধার করে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউএইচ/

Exit mobile version