Site icon Jamuna Television

সবক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা গেলেই বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকবে: ইনু

জাসদ অফিসে শোক দিবসের আলোচনা সভা।

সবক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা গেলেই বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকবে, এমন মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ অফিসে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, ইতিহাস মুছে ফেলা ও স্বপক্ষের শক্তিকে ধ্বংস করাই ছিল হত্যাকাণ্ডের উদ্দেশ্য। হত্যার রাজনীতি বিএনপি-জামাত এবং কিছু বুদ্ধিজীবী এখনো বহন করে চলেছে। দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার অস্বাভাবিক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে।

/এস এন

Exit mobile version