Site icon Jamuna Television

করোনায় চলে গেলেন সাংবাদিক সুজন কবীরের স্ত্রী, চিরনিদ্রায় শায়িত হলেন সন্তানের পাশে

সাংবাদিক সুজন কবীরের স্ত্রী নাসরিন আক্তার।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন একাত্তর টিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক সুজন কবীরের স্ত্রী নাসরিন আক্তার।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সুজন কবির ও নাসরিন আক্তার দম্পতির চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) জুমার নামাজের পর চাঁদপুরের শাহারাস্তির পারিবারিক কবরস্থানে ছেলে রুহানের কবরের পাশে তাকে দাফন করা হয়। দুই বছর আগে এই দম্পতির ছেলে ৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

৫ আগস্ট করোনা শনাক্ত হবার পর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর নিয়মিত চিকিৎসা কার্যক্রম চললেও ডায়াবেটিস থাকার কারণে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

Exit mobile version