Site icon Jamuna Television

পশুর বর্জ্য সরেনি, নগরবাসীর ক্ষোভ

বেঁধে দেয়া ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে পারেনি সিটি করপোরেশন। এই কথা স্বীকার করে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন দাবি করেছেন, ৯০ ভাগ আবর্জনাই সরিয়ে ফেলা হয়েছে।

এবারের পরিচ্ছন্নতা অভিযানকে এ যাবতকালের সর্বোচ্চ প্রচেষ্টা বলে দাবি করেছেন তিনি। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় পশু বর্জ্য পড়ে থাকায় ক্ষোভ জানিয়েছেন নগরবাসীরা।

রোবরাবও রাজধানীর অনেকেই কোরবানি দিয়েছেন। তাই আগের বর্জ্যের সাথে যোগ হয়েছে বাড়তি আবর্জনা। সিটি করপোরেশনের বেধে দেয়া ২৪ ঘণ্টার পরেও রাজধানীর বাড্ডা, বনশ্রী, রামপুরা কিংবা ধানমন্ডির মতো অভিজাত এলাকায় দেখা গেছে বর্জ্যের স্তুপ। কোথাও কোথাও তা রূপ নিয়েছে রীতিমতো ভাগাড়ে। এনিয়ে ক্ষোভের সীমা নেই স্থানীয়দের।

তুলনামূলকভাবে দক্ষিণের চেয়ে ঢাকা উত্তরের অলিগলিতে আবর্জনা অপসারণ হয়েছে বেশি। কিন্তু দক্ষিণের সিটি মেয়র আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করে দাবি করলেন, দুই সিটি করপোরেশনে কোরবানির বর্জ্যের প্রায় ৯০ ভাগই অপসারণ হয়ে গেছে।

আর মাঠের পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, নাগরিকরা সচেতন হলে অন্তত দুই দিনে দুর্গন্ধ ও আবর্জনা মুক্ত করা সম্ভব রাজধানী ঢাকাকে।

এবার রাজধানীর প্রায় ২৫ হাজার টন বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশনে কাজ করছে ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী।

/কিউএস

Exit mobile version