Site icon Jamuna Television

টিকা নিশ্চিত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি ডা. জাফরুল্লাহর

নাগরিক সমাবেশে বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সবার জন্য টিকা নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা চালুর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ হয়েছে। ভাসানী অনুসারী পরিষদের ব্যানারে বিভিন্ন দলের নেতা-কর্মী ও শ্রমিকরা এতে যোগ দেন।

শুক্রবার (১৩ আগস্ট) ওই সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, অন্যথায় সামগ্রিক শিক্ষাখাতে নেতিবাচক প্রভাব পড়বে।

সমাবেশে নাগরিক সমাবেশের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী টিকার ব্যবস্থা করে জনগণের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আমাদের সামনে করোনা তার ঘাড়ের ওপর এসে বসেছে ডেঙ্গু। করোনার টিকা না দিতে পারেন অন্তত ডেঙ্গুর চিকিৎসা তো দিতে পারেন।

এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে পরীমণি নাটক সাজিয়েছে। টিকা না দিতে পারলে জনগণের মুখোমুখি হতে হবে।

/এস এন

Exit mobile version