Site icon Jamuna Television

ঢাকায় ফিরেছেন জেমি ডে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ছবি: সংগৃহীত

ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাইপর্বের পর ছুটি কাটাতে নিজ দেশে ফিরে গিয়েছিলেন এই ইংলিশ কোচ।

এরই মধ্যে জাতীয় দলের সাফ চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত হয়েছে। একই সাথে ফিফা উইন্ডোতে খেলার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের। সে লক্ষ্যে শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকায় ফেরেন জেমি।

সাফ ফুটবলকে সামনে রেখে পরিকল্পনা সাজাবেন জেমি। অক্টোবরে সাফের আগে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে কোন দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এখনই স্টেডিয়ামে শিষ্যদের লিগের খেলা দেখতে যেতে পারছেন না জেমি। ৩ দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে তারপর মাঠে নামবেন এই ইংলিশ কোচ।

Exit mobile version