Site icon Jamuna Television

রাজবাড়ীতে একসাথে চার শিশুর জন্ম, ২০ মিনিটের মধ্যেই মৃত্যু সবার

রাজবাড়ী সদর হাসপাতা‌ল।

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি:

রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতা‌লে সুমাইয়া আক্তার (২২) না‌মে এক গৃহবধুর একস‌ঙ্গে চার নবজাতক জ‌ন্মের ঘটনা ঘটেছে। তবে ২০ মি‌নিটের ম‌ধ্যেই মারা গেছে সবাই।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরি বিভা‌গের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নি‌শ্চিত ক‌রেন। গৃহবধু সুমাইয়া আক্তার রাজবাড়ী পৌর ভবানীপু‌র এলাকার রানা‌র স্ত্রী।

হাসপাতাল সু‌ত্রে জানা‌ গে‌ছে, ওই গৃহবুধ গতকাল বৃহস্প‌তিবার (১২ আগস্ট) রাজবাড়ী সদর হাসপাতা‌লের গাইনী ওয়া‌র্ডে ভ‌র্তি হন। শুক্রবার দুপুরে তার দুইটি ছে‌লে ও দুই‌টি মে‌য়ে বাচ্চা হয়। কিন্তু জন্ম নেয়ায় জ‌ন্মের ৫ থে‌কে ২০ মি‌নি‌টের মধ্যে সবগু‌লো বাচ্চা মারা যায়।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, ওই গৃহবধু এখন সুস্থ এবং হাসপাতা‌লেই চি‌কিৎসাধীন আছেন।

/এস এন

Exit mobile version