Site icon Jamuna Television

আফগানিস্তান দখলে অবিশ্বাস্য দ্রুততায় এগোচ্ছে তালেবান

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার মিশনে অবিশ্বাস্য দ্রুততায় এগোচ্ছে তালেবান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখলের দাবি তাদের। দু’দশক আগে এখানে শক্ত ঘাঁটি ছিল সংগঠনটির।

বুধবার (১১ আগস্ট) তারা কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে তালেবান। আর কয়েকদিন ধরেই কান্দাহারের চারপাশের এলাকাগুলোতে চলছে সরকারি বাহিনীর সাথে তালেবানের তুমুল লড়াই। বাণিজ্যের জন্য বিখ্যাত এই শহরের দখল নিলে সেটা হবে তালেবানের বড় সাফল্য। এ

ছাড়া, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালেবান। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ব্যবধাণে গজনি-হেরাত এবং কালা-ই-নাওয়ের মতো স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নেয় তালেবান।

Exit mobile version