Site icon Jamuna Television

চীন থেকে এলো আরও ১০ লাখ করোনা টিকা

বিমানের চাটার্ড ফ্লাইটে এসব টিকা এসে ঢাকায় পৌঁছায়।

বিমানের চার্টার্ড ফ্লাইটে চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরও ১০ লাখ ডোজ করোনা টিকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানে চীন থেকে করোনা টিকা ও সিরিঞ্জ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব করোনা টিকা ও সিরিঞ্জ আসে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান।

সরকারি এই বেসামরিক বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, এই দফায় মোট ৫৭টি বক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ করোনা টিকা এসেছে। এছাড়া, ৩১৩টি কার্টনে ৪.১ টন সিরিঞ্জ আনা হয়েছে।

/এস এন

Exit mobile version