Site icon Jamuna Television

আবারও সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আবারও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) বিজিবির একটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে ওই এলাকা নজরদারিতে রাখা হয়েছিলো। সন্ধ্যায় চুনারুঘাটে সাতছড়ি উদ্যানে অভিযান চালায় তারা। এসময় একটি ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র এ গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে অভিযান স্থগিত করে তারা।

এর পরেও ওই এলাকায় নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময় ওই এলাকা থেকে বেশ কয়েকবার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সবশেষ ২ ও ৩ মার্চ সেখানে অভিযান চালিয়ে ১৮টি কামান বিধ্বংসী রকেট শেল উদ্ধার করে বিজিবি।

Exit mobile version