Site icon Jamuna Television

এত এত নেতার সাথে দর্জি মনিরের ছবি!

দর্জি মনির।

ক্ষমতাসীন দলের একাধিক নেতার সাথে দর্জি মনিরের ছবির ছড়াছড়ি তার মাদারীপুরে গ্রামের বাড়িতে। তবে এসব ছবি বাস্তব কিনা তা নিয়ে সন্দিহান স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বিতর্কিত দর্জি মনিরের গ্রামের বাড়ি মাদারীপুরের কালিকিনিতে। সেখানেই দেখা গেছে এসব ছবির ছড়াছড়ি। স্থানীয়রা বলছেন, মাঝে মাঝে এলাকায় আসলেও নামডাক তেমন নেই। ঢাকায় রাজনীতি করতেন এতটুকুই কেবল শুনেছেন স্থানীয়রা।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকা জানাচ্ছেন, শীর্ষ রাজনীতিকদের সাথে এতসব ছবি নিয়ে সন্দিহান তারা। দর্জি দোকানদার থেকে মনিরের এত বড় নেতা বনে যাওয়ায় বিস্ময়ও প্রকাশ করেন তিনি।

তবে দর্জি মনিরের চাচা শহিদুল ইসলাম বলছেন, মনির ষড়যন্ত্রের শিকার।

সম্প্রতি জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামে ভূঁইফোড় একটি সংগঠনের সভাপতি দাবি করে গ্রেফতারের পর এলাকায় তৈরি হয়েছে তাকে নিয়ে চাঞ্চল্য।

Exit mobile version