Site icon Jamuna Television

বিশ্বে করোনায় টানা তৃতীয় দিন ১০ হাজারের ওপর প্রাণহানি

বিশ্বে করোনায় প্রাণহানি ৪৩ লাখ ৪৮ হাজারের কাছাকাছি।

টানা তৃতীয় দিনের মতো বিশ্বে করোনাভাইরাসের প্রকোপে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা মহামারিতে ৪৩ লাখ ৪৮ হাজারের কাছাকাছি প্রাণহানি দেখলো বিশ্ব।

দৈনিক মৃত্যুর হিসাবে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবারও দেশটিতে ১ হাজার ৪শ’র বেশি মানুষ মারা গেছেন করোনায়। তবে সংক্রমণ শনাক্তে সব থেকে বেশি যুক্তরাষ্ট্র। নতুনভাবে ১ লাখ ৪৩ হাজারের বেশি মার্কিনির দেহে মিললো ভাইরাসটির উপস্থিতি। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৬৬০ জন। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে মহামারির নতুন ধাক্কার মুখোমুখি যুক্তরাষ্ট্র।

এছাড়া, ব্রাজিলে ৯৭৫ জন, রাশিয়ায় ৮০৮ জন, মেক্সিকোয় ৭২৭ জন ও ভারতে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৮৩ জন। এদিকে, বিশ্বজুড়ে করোনার মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ২০ কোটি ৬১ লাখের বেশি।

ইউএইচ/

Exit mobile version