Site icon Jamuna Television

‘ভবিষ্যতে স্পেনের আবহাওয়া হবে ইরাকের মত’

ছবি: টেলার রিপোর্ট

যুক্তরাষ্ট্র, ইতালি, তুরস্ক ও গ্রিসের পর এবার তীব্র দাবদাহে পুড়ছে স্পেন। শুক্রবার (১৩ আগস্ট) দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, নিকট ভবিষ্যতেই স্পেনের আবহাওয়া হবে ইরাকের মত।

স্পেনের অন্তত ৪০টির বেশি প্রদেশে জারি করা হয়েছে দাবদাহের সতর্কতা। দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা জানায়, কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে আন্দালুসিয়া ও কাতালুনিয়া।

গরমে অতিষ্ট স্পেনের অধিবাসীরা। ছবি: এল পাইস

কাতালানের রাজধানী বার্সেলোনায় দেড়শ’র বেশি স্থানকে ‘ক্লাইমেট সেল্টার’ ঘোষণা করা হয়েছে। এসব স্থানে কৃত্রিমভাবে ঠাণ্ডা উপভোগের ব্যবস্থা করা হয়েছে। মিউজিয়াম, লাইব্রেরি ও স্কুলগুলো সরবরাহ করছে ঠান্ডা পানি। হিট স্ট্রোকের বিষয়ে সতর্ক করছে জনগণকে। দাবানল ছড়ানোর আশঙ্কায় বনভূমি এলাকায় যেকোনো প্রকার কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

তবে এই দাবদাহই শেষ নয়, বছরের বাকি সময়ে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে স্পেনের আবহাওয়া বিষয়ক সংস্থা।

পার্শ্ববর্তী দেশ পর্তুগালেও বাড়ছে তাপমাত্রা। স্পেনের সীমান্ত এলাকাগুলোতেও এরই মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

Exit mobile version