Site icon Jamuna Television

পন্টুন সমস্যায় শরীয়তপুর-চাঁদপুর রুটে যানবাহন পারাপার বন্ধ

পন্টুনে আটকে পড়েছে বাস।

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-চাঁদপুর রুটে নরসিংহপুর ফেরিঘাটে পন্টুন সমস্যার কারণে ফের যানবাহন পারাপার বন্ধ রয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে ফেরিতে ওঠার সময় একটি বাস পন্টুনে আটকে গেলে এই অচলাবস্থা দেখা দেয়। প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে তৈরি হয় যানবাহনের সারি। এই ঘাটে প্রায় সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালক। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নতুন ফেরি দেয়ার কথা থাকলেও তিন দিন পরও পাওয়া যায়নি সেই নৌযান।

পুরনো ছোট আকারের ছয়টি ফেরি দিয়ে পারাপার করলেও একটি ফেরি বিকল থাকায় যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি বিআইডব্লিউটিসি।

/এস এন

Exit mobile version