Site icon Jamuna Television

ঝিনাইদহে একসাথে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের একটি রান্নাঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে একসাথে ফাঁস লাগিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের একটি রান্নাঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজন আলামিন জানায়, শ্যালিকা সোহানা খাতুন তার বাড়িতে থাকত। বিগত কয়েকমাস যাবৎ তার চাচাতো ভাই সাঈদের সাথে সোহানার প্রেমের সম্পর্ক তৈরি হয়। যা সম্প্রতি জানাজানি হয়ে যাওয়ায় তারা আত্মহননের পথ বেছে নেয়।

পুলিশ জানায়, আজ সকালে আলামিনের রান্নাঘরে তার শ্যালিকা সোহানা খাতুন ও চাচাতো ভাই সাঈদের মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরবর্তীতে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Exit mobile version