Site icon Jamuna Television

ইতালিয়ান ফুটবলার ডেভিড অ্যসতোরির অকাল মৃত্যু

৩১ বছর বয়সে মারা গেলেন ফিওরেন্টিনার অধিনায়ক ডেভিড অ্যাসতোরি। অসুস্থতার কারণে মারা গেছেন রক্ষণ ভাগের এই খেলোয়াড় তার ক্লাব নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে। তবে ইতালিয়ান গণমাধ্যম বলছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার অকালমৃত্যু ঘটেছে।

সিরিয়া এ লিগে রবিবার উডিনেসের বিপক্ষে খেলার জন্য হোটেল লা ডি মোরেটে অবস্থান করছিলো ফিওরেন্টিনার ফুটবলাররা। সেখানেই তার মৃতদেহ পাওয়া যায়। দলের অধিনায়কের হঠাৎ মৃত্যুতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এসি মিলানের যুব দলের হয়ে খেলা শুরু করা অ্যাসতোরি কাগিলিয়ারির হয়ে খেলেছেন ১৭৪ টি ম্যাচ। এরপর লোনে ফিওরেন্টিনায় যোগ দেন। ইতালির জাতীয় দলের হয়ে ১৪ টি ম্যাচ খেলেছেন এই ফুটবলার।

Exit mobile version