Site icon Jamuna Television

করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

ছবি: প্রতীকী

জরুরি ক্ষেত্রে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ওপর প্রয়োগ করা হবে তৃতীয় ডোজ।

শুক্রবার ঝুঁকিপূর্ণ নাগরিকদের তৃতীয় ডোজ প্রয়োগের পক্ষে ভোট দেয় মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা- সিডিসি’র বিশেষজ্ঞ দল। বুস্টার ডোজে ব্যবহার করা হবে ফাইজার ও মডার্নার টিকা।

মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ জানায়, গুরুতর শারীরিক জটিলতা থাকলে তাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তাই ক্যান্সার, এইচআইভি আক্রান্ত কিংবা অঙ্গ প্রতিস্থাপনসহ যারা জটিল সমস্যায় ভুগছেন তাদের সুরক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ।

ইউএইচ/

Exit mobile version