Site icon Jamuna Television

টিকার প্রবাহ অব্যাহত রয়েছে এবং থাকবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

টিকা নিয়ে নানা সমালোচনা চলছে; তবে টিকার প্রবাহ অব্যাহত রয়েছে এবং থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৪ আগস্ট) সকালে বঙ্গবন্ধু মেডিকেলে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সবাইকেই টিকা দেয়া হবে; সে অনুযায়ী রোডম্যাপ করা আছে সরকারের। চিকিৎসা সেবায় যুক্তরা নানাভাবে অবহেলিত তাই সময়োপযোগী, সমন্বিত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, নানা সমালোচনা থাকলেও দেশের স্বাস্থ্যসেবা আগের চেয়ে উন্নত। করোনা সংক্রমণ আগের চেয়ে কমছে। টিকা আসছে এবং পর্যায়ক্রমে আরও আসবে। তবে জনগণকে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মানার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version