Site icon Jamuna Television

অবশেষে মুক্তি পাচ্ছে জয়া-ঋত্বিকের সিনেমা ‘বিনিসুতোয়’

সিনেমাটির একটি দৃশ্যে জয়া ও ঋত্বিক।

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত ভারতীয় বাংলা সিনেমা বিনিসুতোয়। আগামী ১৯শে অগাস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই বছরের অন্যতম প্রতীক্ষিত এই ছবি।

করোনার প্রকোপে কয়েক দফায় পিছিয়েছে এই সিনেমার মুক্তি। অবশেষে, সিনেমাটি মুক্তির তারিখ জানালেন এর নির্মাতা ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। মুক্তির আগে ছবির ট্রেলার প্রকাশিত হবে রবিবার (১৫ আগস্ট)।

এর আগে, সিনেমাটি হাওয়াই সিনেমা ফেস্টিভালে প্রদর্শিত হয়েছিল। বাংলা ভাষায় নির্মিত প্রথম কোনো ভারতীয় সিনেমা হিসেবে বিনিসুতোয় ওই ফেস্টিভালে দেখানো হয়। সিনেমাটিতে বাংলাদেশের অভিনেত্রী জয়া অভিনয়ের পাশাপাশি একটি গানে সুরও দিয়েছেন।

/এস এন

Exit mobile version