Site icon Jamuna Television

নওগাঁয় নির্যাতিত যুবকের পরিচয় মিলেছে

স্টাফ প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় নির্যাতিত যুবকের পরিচয় পাওয়া গেছে। যুবকের নাম শফিকুল ইসলাম। বয়স আনুুুুমানিক ৩০ বছর। পত্নীতলা উপজেলার শুরহট্ট মোল্লা পাড়া গ্রামের মহাম্মদ অলির ছেলে।

বিকেলে তার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে তাকে। পত্নীতলা থানার ওসি মাজাহার জানান, নির্যাতিত শফিকুলকে খুঁজে পেয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির অভিযোগ মিথ্যা দাবি করেছে সে।

শফিকুল দাবি করেছে, শুক্রবার মধইলে হাট করতে গেলে নূরনবীসহ কয়েকজন তাকে চোর সন্দেহে আটক করে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। আবারো মারপিটের ভয়ে থানা পুলিশকে জানায়নি বলেও দাবি করেছে শফিকুল।

Exit mobile version