Site icon Jamuna Television

নাটোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ কিশোর গ্রেফতার

নলডাঙ্গায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতার দেখানো হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে ৮ বছরের শিশু কন্যাকে বাড়িতে রেখে তার মা-বাবা কাজের সন্ধানে বাহিরে যায়। এই সুযোগে দুপুর ১২টার দিকে প্রতিবেশী তিন কিশোর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। তখন ওই তিন কিশোর পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মা ৯৯৯-এ কল দিলে রাতেই স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তিন কিশোর আটক করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে তিন কিশোরের নামে মামলা দায়ের করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় শনিবার দুপুর দুইটার দিকে তিন কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি শিশুটিকেও পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version