Site icon Jamuna Television

তুরস্কে বন্যায় আটকে পড়া গরু উদ্ধার করে প্রশংসিত ফায়ার সার্ভিস সদস্যরা

বন্যায় আটকে পড়া গরু উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বন্যা কবলিত তুরস্কে আটকে পড়া একটি গরুকে উদ্ধার করে প্রশংসিত হয়েছেন দেশটির ফায়ার সার্ভিস সদস্যরা।

তুরস্কের বুজকার্ত এলাকায় বন্যার পানিতে গেল দু’দিন ধরে আটকে পড়ে গরুটি। গরুটিকে বাঁচাতে তীব্র স্রোত উপেক্ষা করেই পানিতে নামে ফায়ার সার্ভিস সদস্যরা। অবশেষে ক্রেনের সাহায্যে টেনে ওঠানো হয় পশুটিকে।

আকস্মিক বন্যায় মানুষের সাথে হুমকির মুখে তুরস্কের কৃষ্ণ সাগরীয় অঞ্চলের পশুপাখি। আটকে পড়া গৃহপালিত প্রাণীগুলো নিরাপদে সরিয়ে নিতে তৎপর রয়েছে উদ্ধারকর্মীরা। গেল দুই দিনের বন্যায় বিপর্যস্ত দেশটির কাস্তামনু ও সিনোপ প্রদেশ। চলমান এ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন।

দাবানলের পর এবার বন্যায় বিধ্বস্ত তুরস্ক। দেশের উত্তরভাগে প্রবল বৃষ্টির পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কাদাস্রোতে ডুবেছে গ্রাম-শহর।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ব্ল্যাক সি’র উপকূলীয় এলাকায় বন্যার তাণ্ডব বেশি। তিনটি শহর পানির নিচে চলে গেছে। সেখান থেকে ৬০০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Exit mobile version