Site icon Jamuna Television

পরিবারের সাথে দারুণ সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান

তিন সন্তানের সাথে সাকিব। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে দারুণ সময় পার করছেন সাকিব আল হাসান। লম্বা সময় পর ছুটিতে গিয়ে তিন সন্তানের সাথে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে সাকিব।

আইপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ; লম্বা সময় বায়ো বাবলে বন্দি থাকার পর প্রায় দুই সপ্তাহের ছুটি পেয়েছেন সাকিব। সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরিবারের সান্নিধ্য যে উপভোগ করছেন তা বোঝাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন সন্তানের সাথে ছবি পোস্ট করেছেন তিনি।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। আর তখন দেশে ফিরে বাংলাদেশ দলের সাথে বায়ো বাবলে যুক্ত হবেন সাকিব।

Exit mobile version