Site icon Jamuna Television

কালভার্ট বন্ধ রেখে ফসল নষ্টের অভিযোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়ায় কালভার্ট বন্ধ করে আমন ধান, ঘরবাড়ি ও পুকুরের মাছ বিনষ্টকারী দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) কলরব প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ জুলাই কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাঠি হাবুজেলের দুইটি ওয়ার্ডের একমাত্র পানি নিষ্কাশনের কালভার্টটি বন্ধ করে দেয় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সাঙ্গ-পাঙ্গরা।

দীর্ঘদিন কালভার্ট বন্ধ থাকার ফলে ৮নং ওয়ার্ডের সাধারণ কৃষকের আমন ধান, ঘরবাড়ি ও পুকুরের মাছ নষ্ট হয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় বক্তারা ফসল বিনষ্টকারী শহিদুল ইসলামসহ জড়িত সকল দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানান বক্তারা।

Exit mobile version