Site icon Jamuna Television

মাদক মামলায় নাসির-অমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

নাসির-অমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তবে তদন্তে এজাহারে নাম থাকা তিন নারী আসামির সম্পৃক্ততা না থাকায় তাদের মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। গত ২৭ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দেয়া হয়েছে। করোনার কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় চার্জশিটের কোনো কাজ হয়নি।

১৪ জুন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে পরীমণি বাদী হয়ে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। একইদিন নাসির-অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। উদ্ধার করা হয় ইয়াবা ও বিদেশি মদ। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

Exit mobile version