Site icon Jamuna Television

দুই মাসের শিশুকে আছড়ে ও বালিশ চেপে মেরে ফেলার কথা স্বীকার করেছে সেই আয়া

অভিযুক্ত আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা।

সিলেট নগরীর বাগবাড়িস্থ ছোটমনি নিবাসে দুই মাস ১১ দিন বয়সী শিশু নাবিল আহমদকে হত্যাকারী আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) বিকালে সিলেট মেট্রপোলিটন ম্যাজিস্ট্রেট-১ সাইফুর রহমানের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় থানার এসআই মাহবুব আলম মণ্ডল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আয়া সুলতানা ফেরদৌসীকে গ্রেফতার দেখানো হয়। শনিবার দুপুরে আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড ও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আবেদন করা হয়। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়াতে রিমান্ড লাগেনি।

তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত কী বলেছেন তা এখনো বিস্তারিত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version