Site icon Jamuna Television

জাফর ইকবাল হত্যাচেষ্টা: সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের মৌন মিছিল

শিক্ষাবিদ ড. মোহম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টার প্রতিবাদে, মানববন্ধন এবং মৌন মিছিল করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। হামলাকারী এবং এর পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বাতে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। সাংবাদিক হাসান তারিকের সঞ্চালনায়, প্রতিবাদ সমাবেশে অংশ নেয় প্রবাসী লেখক, পাঠক, সাংবাদিক, রাজনীতিবিদসহ প্রায় অর্ধশত মুক্তমনা চেতনার ব্যক্তিরা। তারা বলেন, দেশকে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করতে চায় যারা, এটা তাদেরই অপচেষ্টা। শিগগিরি হত্যা চেষ্টায় আটক এবং তার মদতদাতাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তারা।

পাশাপাশি মুক্তমনা ও বুদ্ধিজীবীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের আরও পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেন বক্তারা। মানব বন্ধন শেষে,মৌন মিছিল যুগে লাকেম্বা রেলওয়ে প্যারেড প্রদক্ষিন করেন সিডনী প্রবাসী বাংলাদেশিরা।

Exit mobile version