Site icon Jamuna Television

ফেডারেল কর্মকর্তা ও ট্যুরিস্টদের টিকাগ্রহণ বাধ্যতামূলক করলো কানাডা

কানাডার ইন্টারগভর্নমেন্টাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মন্ত্রী ডমিনিক লাব্ল্যাংক এই আদেশে স্বাক্ষর করেন।

এবার কানাডার ফেডারেল কর্মকর্তা এবং ভ্রমনকারীদের জন্য করোনার টিকা নেয়া বাধ্যতামুলক করলো ফেডারেল সরকার। কানাডায় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো প্রশাসন।

একটি সরকারি ঘোষণায় বলা হয়, শুধু ফ্রন্টলাইনারই নয় ফেডারেল প্রশাসনের অধীনে কর্মরত সবাইকেই করোনার টিকা বাধ্যতামূলকভাবে নিতে হবে। এ ঘোষণা বাস্তবায়নের উদ্দেশ্যে প্রাথমিকভাবে ৩ লাখ ফেডারেল কর্মকর্তা-কর্মচারীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি, অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদেরকেও টিকা নিতে হবে।

একই নির্দেশ কার্যকর হবে রেলপথে ভ্রমণকারী এবং ক্রুজ শিপের মতো বড় বড় জাহাজের যাত্রীদের ক্ষেত্রেও। গৎ দুই সপ্তাহে কান্ডার সাস্কাচুয়ান, অন্টারিও এবং কুইবেকে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধিতে এমন সিদ্ধান্ত সেখানকার প্রশাসনের।

/এসএইচ

Exit mobile version