Site icon Jamuna Television

কংগ্রেসকে নিয়েই বিজেপি বিরোধী জোট করতে চায় তৃণমূল

দেখা করতে সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি, উপস্থিত ছিলেন রাহুল। ছবি: সংগৃহীত

কংগ্রেসকে সাথে নিয়েই জোট করতে চায় তৃণমূল। দলীয় মুখপত্রের সম্পাদকীয় কলামে এমনটাই জানিয়েছে তৃণমূল। শনিবার প্রকাশিত সংখ্যার সম্পাদকীয় কলামে লিখেছে, ‘আমরা কখনই কংগ্রেসকে বাদ দিয়ে জোটের কথা বলছি না। বরং কোনও তৃতীয় বিকল্প নয়। এবার সরাসরি বিকল্প জোট বিরোধীদের লক্ষ্য হওয়া উচিত।’

তবে কংগ্রেস যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে তাও উঠে এসেছে ওই সম্পাদকীয় কলামে। এ বিষয়ে লিখেছে, ‘কেন কংগ্রেস উপযুক্ত লড়াই দিতে পারেনি বা জোট-রসায়নে আগের ফাঁকফোকর ভরাট করতে কী কী করা প্রয়োজন, সেগুলি চিহ্নিত করা দরকার।’

তৃণমূলকে জোট শরিক হিসেবে পেতে গেলে যোগ্য সম্মান দিতে হবে বলেও স্পষ্ট উল্লেখ করা হয়েছে দলীয় মুখপত্রে। তারা লিখেছে, ‘আমরা দেশের স্বার্থে অ-বিজেপি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দলগুলির ঐক্যের পক্ষে। আমরা ঐক্য চাই বলেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়ি গিয়ে বৈঠক করেছিলেন। রাহুল গান্ধীও ছিলেন সেখানে। সংসদের ভিতরে-বাইরে আমাদের বিজেপি বিরোধী ভূমিকা প্রতিষ্ঠিত।’

তারা আরও জানান, আমরা চাই একটা নির্দিষ্ট নীতি বা পদ্ধতিতে ঐক্য হোক। আজ হঠাৎ মনে হল, একটা ফোনে বলে দিলাম আমরা মিছিল করছি, চলে আসুন, এটা তৃণমূলের ক্ষেত্রে চলবে না।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি বিরোধী জোট গঠন করতে সোনিয়া ও রাহুলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সে কথাও উঠে এসেছে দলীয় মুখপত্রে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Exit mobile version